শেখ মোঃ আবুল বাসার, অভয়নগর (যশোর) প্রতিনিধি ::
যশোরের অভয়নগরে নওয়াপাড়া পৌর সভার আয়োজনে ভৈরব নদে ১৭ নভেম্বর ১২ তম নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এ নৌকা বাইচে গোপালগঞ্জ,নড়াইল, খুলনা, বাগেরহাট জেলা থেকে প্রতিযোগি নৌকা গুলো প্রতিযোগিতায় অংশ নেয়।
নৌকা বাইচ দেখতে শুক্রবার সকাল থেকেই নদের দু’পাড়ে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। অভয়নগর ছাড়াও আশপাশের থানা ও জেলা থেকেও বিপুল সংখ্যক দর্শক আসেন প্রতিযোগিতা উপভোগ করতে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার,উপজেলা চেয়ারম্যান ফরিদ জাহাঙ্গীর, ইউএনও কে এম আবু নওশাদ, পৌর মেয়র সুশান্ত কুমার দাস, এসি ল্যান্ড থান্দার কামরুজ্জামান, যশোর জেলা পরিষদের সদস্য আঃ রউফ মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।