
আটককৃতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের মোহবুল হকের ছেলে মুকুল (৪০), মোশাররফ হোসেনের ছেলে আলিফ (৩২), সাগরইল গ্রামের ইসহাক আলীর ছেলে দূরুল হুদা (৩৫) ও উপর দামইল গ্রামের মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে বাবু (৩৫)।
আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম জানান, সোমবার সকালে ভারতীয় কয়েকজন আমাদের মুঠোফোনে জানিয়েছেন আমাদের সীমান্ত এলাকা থেকে কয়েকজন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আর মুকুলের বাড়ির পাশেই সীমান্ত হওয়ায় আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। কারণ রোববার রাত ৯টার দিকে সেখানে গিয়েছিল মুকুলসহ চারজন। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, আমার ইউনিয়নের ৪ বাসিন্দাকে বিএসএফ আটক করেছে। সকালে বাজারে গেলে এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা নাকি বাংলাদেশী রাখাল। যারা গরু আনতে ওপারে গেছিল। এ ঘটনায় নওগাঁ ১৬ বিজিবির অধিনায়কের সাথে যোগাযোগের চেষ্টা করছি।
এ বিষয়ে জানতে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে ছুটিতে থাকা ১৬ বিজিবির ডিএডি রুবেল ইসলাম জানান, তারা বিষয়টির খোঁজ খবর নিচ্ছেন।