সজল দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৪ জন ভারতীয় দুই শিশুসহ ৭ জনকে বিজিবি সদস্যরা বুধবার রাতে আটক করে। প্রাপ্ত বয়স্ক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কুলাউড়া থানায় বিরুদ্ধে মামলা দায়ের করে। দুই শিশুকে মামলায় অন-র্ভূক্ত না করে মা- বাবার সাথে আদালতের সিদ্বানে-র জন্য প্রেরন করে পুলিশ। বাকী তিন বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারী না হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে চাতলাপুর চেকপোষ্টের অদূরে ১৮৬২ নং সীমান্ত খুটির চাঁনপুর এলাকা দিয়ে ভারতীয় নাগরিক মঙ্গল দাশ (৪৫),তার স্ত্রী সীমা দাশ (৩২), মেয়ে প্রিয়াঙ্কা দাশ (৯) ও টিয়া দাশ (৪) আত্মীয় বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় সীমানে- টহলরত বিজিবি সদস্যরা দুই শিশুসহ ভারতীয় ৪ নাগরিককে আটক করে। অবৈধভাবে আগত ভারতীয় নাগরকিদের এগিয়ে নিতে আসা তাদের তিন বাংলাদেশী আত্মীয় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মিনতী দাশ (৫০), শঙ্কর দাশ (২৪) ও বিধু দাশ (১৩) কে এ সময় বিজিবি সদস্যরা আটক করেছিল। তবে তারা নিজ দেশের মধ্যে অবস’ান করায় তারা আইন লংঘনের মধ্যে পড়েনি। তাই তাদেরকে ছেড়ে দেয় পুলিশ। বৃহস্পতিবার সকালে আটক ভারতীয় প্রাপ্ত বয়স্ক দুই নাগরিকের বিরুদ্ধে বিজিবি সদস্যরা কুলাউড়া থানায় মামলা দায়ের করে দুই শিশুকে মামলায় অন্তর্ভূক্ত না করে মঙ্গল দাশ ও সীমা দাশকে আদালতে প্রেরন করে।
শরীফপুর সীমানে- অবৈধ অনুপ্রবেশকালে ভারতীয় নাগরকি আটকের সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার আজিজুর রহমান বলেন, আটক ভারতীয় বাবা-মাকে আসামী করে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়। তাদের দুই সন-ান অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য মা বাবার সাথে আদালতে পাঠানো হয়েছে। বাংলাদেশী তিনজন নাগরকি নিজ দেশের ভিতরে অবস’ান করায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস’া গ্রহন করা হয়নি বলে কুলাউড়া থানার জানান।
শ্রীমঙ্গল ১৪ নং বিজিবি ব্যাটেলিয়নের উপ-সহকারি পরিচালক হাবিবুর রহমান ও কমান্ডার ল্যাঃ কর্ণেল আব্দুর রহিম এর সাথে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।