ডেস্ক রিপোর্ট::  ফেসবুকে হঠাৎ ঋতাভরী চক্রবর্তীর স্ট্যাটাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবর দিলেন, মা হতে চলেছেন তিনি। অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসার পর অনেকের চক্ষুই চড়খ গাছ! বিবাহবিচ্ছেদের পর অবিবাহিত নুসরাত জাহানের মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরেও এই একই আলোচনা শুরু হয়েছিল। প্রশ্ন উঠেছিল নুসরাতের সন্তানের বাবা কে? ঋতাভরীর এই ঘোষণার পরেও উঠছে এমনই সব প্রশ্ন৷

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ফেসবুকে ঋতাভরী লেখেন, আমি ও আমার স্বামী যৌথভাবে ঘোষণা করছি যে, আমি মা হতে চলেছি। আপনাদের দোয়া ও ভালবাসা একান্ত কাম্য।

তার স্ট্যাটাসে ‘স্বামী’ শব্দটি দেখে অনেকেই বেশ বিভ্রান্ত। কখন কাকে বিয়ে করলেন ঋতাভরী?

চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। সেই সম্পর্ক আদৌ আছেন কি না, তা নিয়েও প্রশ্ন আছে সবার মনে। যদি তথাগতর সঙ্গে প্রেম না থাকে, তাহলে এই মুহূর্তে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন নায়িকা? তাকে কি এক ফাঁকে বিয়েও করে ফেলেছেন না কি? হাজারো প্রশ্ন ঘুরেফিরে আসছে৷

এ বছরই বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে অনেকটা একই রকম উত্তেজনা ছড়িয়েছিল। পরে অবশ্য জানা যায়, সন্তানের জন্মের আগেই প্রেমিককে গোপনে বিয়েও করেছিলেন তিনি।

এদিকে, ঋতাভরীর এই স্ট্যাটাস কোনো সিনেমার প্রচার হতে পারে বলে ধারণা করছেন অনেকে। যদিও সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ অভিনেত্রী। ‘ফাটাফাটি’ মুক্তির পর পরিচালক মীর ফলকের নতুন সিরিজের মাধ্যমে ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে ঋতাভরীর। এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রাজনন্দিনী পালকেও।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here