মামুনুর রশীদ নোমানী.বরিশালঃ

শিক্ষার্থীদের অব্যাহত বিক্ষোভ, আল্টিমেটাম ও মামলা দায়েরের পর অবশেষে গতকাল বৃহস্পতিবার ছাত্রী উত্যক্তকারী বরিশালের আগৈলঝাড়া সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ফারুক ফকিরকে বরখাস- করা হয়েছে। মামলা দায়েরের দীর্ঘদিন পরেও পুলিশ অভিযুুক্ত শিক্ষককে  গ্রেফতার না করায় কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

শিক্ষার্থী, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী ফ্লোরিয়া ঢালী শম্পাকে কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফারুক ফকির দীর্ঘদিন থেকে প্রেমের প্রস-াবে নানাধরনের উত্যক্ত করে আসছিল। গত ১৭ ডিসেম্বর কলেজে ক্লাস চলাকালীন সময় প্রভাষক ফারুক মোবাইল ফোনে ছাত্রীকে কু-প্রস-াব দেয়। বিষয়টি ছাত্রী কলেজের অধ্যক্ষ হেমায়েত উদ্দিনের কাছে লিখিত অভিযোগ করেন। মুহুর্তের মধ্যে এ খবর কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কলেজের শিক্ষার্থীরা  অভিযুক্ত প্রভাষকের অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

ওই দিনই ফারুক ফকিরকে আসামি করে কলেজ ছাত্রী বাদি হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। কলেজের অধ্যক্ষ মোঃ হেমায়েত উদ্দিন জানান, উপরোক্ত অভিযোগের প্রেক্ষিতে কলেজ গবর্নিং বর্ডির সিদ্ধান- অনুয়ায়ী অভিযুক্ত প্রভাষক ফারুক ফকিরকে গতকাল বৃহস্পতিবার সাময়িক ভাবে বরখাস- করা হয়েছে। আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার নন্দি জানান, আসামিকে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চলছে। উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের প্রভাষক ফারুক ফকিরের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। দ্বাদশ শ্রেনীর এক ছাত্রীকে অব্যাহত উত্যক্ত  করায় ওই ছাত্রীর অভিভাবকেরা তার পড়াশোনা বন্ধ করে দিতেও বাধ্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here