মৌলভীবাজারের লন্ডন প্রবাসীর কন্যা সোনালী দে (১৪) কে অপহরণের প্রায় ৬ মাস পর শনিবার ভোরে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, অপহরণকারী চক্রের সদস্য সিদ্দিক মিয়া (৩৫) জ্বীনের বাদশা সেজে গত ১৮ মে মৌলভীবাজার থেকে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে আসে। এই অপহরণের ঘটনায় পুলিশ অপহরণকারীর স্ত্রী রোজী বেগম( ৩০) কে আটক করে। সোনালী দে মৌলভী বাজার জেলার কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য গ্রামের লন্ডন প্রবাসী সমীরণ দে’র কন্যা।
পুলিশ জানায়, সিদ্দিক মিয়া জ্বীনের বাদশা সেজে মোবাইল ফোনের মাধ্যমে সোনালীকে নানা রকম ভয়ভীতি এবং প্রলোভন দেখিয়ে গাইবান্ধা শহরে নিয়ে আসে। সেখান থেকে তাকে সুকৌশলে সাদুল্যাপুরে কিশোমত শেরপুর গ্রামে তার বাড়ীতে নিয়ে যায়। সোনালী দে’র অভিবাবকরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে অবশেষে সাদুল্যাপুরে তাকে আটকে রাখা হয়েছে বলে নিশ্চিত হয়।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় সাদুল্যাপুর থানা পুলিশ বৃহস্পতিবার সিদ্দিক মিয়ার বাড়ীতে অভিযান চালায়। সিদ্দিককে না পেয়ে পুলিশ তার স্ত্রী রোজীকে আটক করে। রোজীর দেয়া তথ্য অনুযায়ী শনিবার ভোরে সিদ্দিক মিয়ার আত্বীয় গাইবান্ধা সদর উপজেলার নান্দিনা গ্রামের মান্নান মিস্ত্রীর বাড়ী থেকে সোনালীকে উদ্ধার করা হয়। সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক জ্যোতিষ বর্মণ ঘটনার সত্যাতা স্বাকার করে বলেন, শনিবার সোনালীকে তার বড় ভায়ের জিম্মায় দেয়া হয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ ছাদেকুল ইসলাম রুবেল/গাইবান্ধা