মহানন্দ অধিকারী মিন্টু, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ::

খুলনার পাইকগাছা-কয়রা সড়কের পাশ দিয়ে অপরিকল্পিতভাবে পৌরসভার পানি সরবরাহের পাইপ লাইনের কাজ দ্রুত এগিয়ে চলেছে। অভিযোগ উঠেছে ভবিষ্যৎ পরিকল্পনা না করে পাইকগাছা পৌরবাসির পানির চাহিদা মেটাতে পৌর কর্তৃপক্ষ টেন্ডার ছাড়াই কোটেশনের মাধ্যমে তড়িঘড়ি করে জরুরী ভাবে পাইপ লাইন টেনে সরকারী অর্থ অপচয় করছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনার ডুমুরিয়ার ১৮ মাইল হতে পাইকগাছা-কয়রা পর্যন্ত ৬৫ কিমি. সড়ক উন্নয়নে ৩৪৯ কোটি ৫২ লাখ টাকা ব্যায়ে মেগা প্রকল্পের চলমান কাজ এখন দৃশ্যমান। ইতোমধ্যে প্রকল্পভুক্ত সড়কের দু’পাশে আরোও ৩ ফুট করে বৃদ্ধি করে মোট ৬ ফুট রাস্তা প্রসস্থ করণে প্রায় ১শ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যার কাজ দ্রুত শুরু হবে। কিন্তু লক্ষ্য করা গেছে পৌরকর্তৃপক্ষ গদাইপুর থেকে নির্মাণাধীন পিচের রাস্তার ৩ ফুটের মধ্যে মাটি খুঁড়ে পাইপ লাইন টেনে গোপালপুর (মানিকতালা) পৌরসভা পানি সঞ্চাচলন লাইনে সংযোগ করবে।

এখন প্রশ্ন দেখা দিয়েছে সড়ক প্রসস্থ করন প্রকল্পের কাজ শুরু হলে এ পানি সরবরাহ লাইনের ভবিষ্যৎ কি হবে? সংশ্লিষ্টরা জানান, নিজস্ব অর্থে এনজিও’র সহযোগিতায় প্রথম পর্যায়ে ১০ লাখ টাকা ব্যায়ে উপজেলার গদাইপুর হতে ৪ ইঞ্চি পাইপ লাইন টেনে মানিকতলা পানি সরবরাহের সংযোগ লাইনে যুক্ত করা হবে।

পৌরসভা প্রকৌশলী এমএম নূর মোহাম্মদ স্বীকার করেন পানির চাহিদা মেটাতে জরুরি ভাবে কোটেশনের মাধ্যমে সড়কের ৩ ফুটের ভিতরে পাইপ লাইনের কাজ চলছে।

তবে সড়কের  শে প্রসস্থ করনের কাজ শুসাংবাদিকদের সুপরামর্শের জন্য ধন্যবাদ জানিয়ে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, সড়ক থেকে ৪ ফুট দূরত্বে পাইপ লাইন টানতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here