ডেস্ক রিপোর্টঃঃ  ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপানের সহযোগিতা সংস্থা জাইকার যৌথ উদ্যোগে বাংলাদেশ পুলিশের অপরাধ প্রতিরোধে দক্ষতা জোরদার করার প্রকল্পের ভিত্তিতে পাইলট প্রকল্প শুরু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির সবুজবাগ থানা এলাকায় পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. খন্দকার মহিদ উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান।

এই প্রকল্পের আওতায় পুলিশ-জনতা যৌথ অপরাধ প্রতিরোধ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সবুজবাগ থানা এলাকার প্রায় ৬০ জন স্বেচ্ছাসেবককে ৬টি বিট এলাকায় ভাগ করে সংশ্লিষ্ট বিট ইনচার্জের নেতৃত্বে কর্মসূচি পালন করার পরিকল্পনা গ্রহণ করা হয়। অপরাধ প্রতিরোধ কার্যক্রমের এবারের মূল উপজীব্য- মাদকের বিরুদ্ধে ৩টি মূলনীতি: দেখবেন না! স্পর্শ করবেন না! কিনবেন না।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মহিদ উদ্দিন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাইকা তথা জাপান সরকারের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন। তিনি ‘পুলিশ-জনতা যৌথ অপরাধ প্রতিরোধ কার্যক্রম’ নামে এই পাইলট প্রকল্পের সাফল্য কামনা করেন এবং প্রকল্পটি সফল করতে দিকনির্দেশনা প্রদান করেন। পাইলট প্রকল্পের উদ্বোধনের পর অতিথিবৃন্দ লিফলেট বিতরণ কর্যক্রমে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে জাইকার সিনিয়র প্রতিনিধি তাকাহিরো নাকামুরাসহ অন্যান্য প্রতিনিধিগণ, থানা এলাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here