নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে যেমন কাজ করেছেন তেমনি রাজনীতির ক্ষেত্রেও পুরুষের সমান জায়গা করে দিয়েছেন। এরফলে অনেক নারী আজ জাতীয় রাজনীতিতেও ভালো অবস্থান করে নিয়েছেন। নীলফামারীতে সোমবার সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে অপরাজিতা নেটওয়ার্কের অভিজ্ঞতা বিনিময় সভায় এ কথা বলেন বক্তারা।

অপরাজিতা জেলা নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক।

অপরাজিতা জেলা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য ইসরাত জাহান পল্লবীর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক ওয়াজেদুর রহমান
কিরন।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, সমাজ সেবা অধিপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শাহিনা বেগম ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোজাম্মেল হক বক্তব্য দেন। এতে অংশ নেন নারী জনপ্রতিনিধি, নারী নেত্রী, নারী উদ্যোক্তা এবং গণমাধ্যম কর্মী।

ডেমক্রেসিওয়াচ এর নির্বাহী পরিচালক ওয়াজেদুর রহমান কিরন বলেন, সরকারী বিভিন্ন দফতর সেবা প্রদান করে থাকে। অপরাজিতারা যাতে সহজে সেবা পেতে পারে এজন্য দফতরগুলোর সাথে একটা সম্পর্ক করে
দেয়ার লক্ষ্যেই এই সভার আয়োজন।

সভায় রাজনৈতিক দলগুলোয় শতকরা ৩৩ভাগ নারী কোটা পূরণ, স্থানীয় সরকারে নারী প্রতিনিধিদের ক্ষমতায়ন নিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ উদ্যোগ নেয়ার আহবান জানান নারী নেত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here