বগুড়ায় বি এন পি’র গণ মিছিল পূর্ব সমাবেশে বিএন পি চেয়াপার্সনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, রবিবার দেশের বিভিন্ন জায়গায় গণ মিছিলে গুলিকরে আমাদের ৪ ভাইকে হত্যা করা হয়েছে। আজ আমরা সেই ভাইদের রক্তে রাঙ্গানো রাজপথে মিছিল করছি। এই মিছিল থেকে আমাদের শপথ নিতে হবে যতদিন সরকার উৎখাক না হবে ততদিন আমরা রাজপথ ছেড়ে যাবনা। দেশের সাধারণ মানুষ যখন সর্বক্ষেত্রে সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনার ঝড় তুলছে, দেশ বাঁচাতে সরকার পতনের আন্দোলন যখন বেগবান হচ্ছে তখন সরকার ভীত হয়ে গণতাান্ত্রক আন্দোলনকে বাধাগ্রস’ করছে। যতই ১৪৪ ধারা জারী করুক না কেন বগুড়াসহ দেশের মানুষ সকল বাধা অতিক্রম করেই রাজপথে থাকবে এবং সরকারকে আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য করবে।
তিনি সোমবার বিকেলে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন।
বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, এ্যাড. এ কে এম হাফিজুর রহমান এম পি, ইঞ্জি: মোস-ফা আলী মুকুল এম পি, সাংগঠণিক সম্পাদক মীর শাহে আলম।
সমাবেশে উপসি’ত ছিলেন এ্যাড. এ কে এম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, ডা: মাঈনুল হাসান সাদিক, জানে আলম খোকা, ফজলুল বারী তালুকদার বেলাল, আহসানুল তৈয়ব জাকির, মতিউর রহমান মতি, মাহবুবর রহমান বকুল, কাজী এরফানুর রহমান রেন্টু, ডা: শাহ মো: শাহজাহান আলী, এ্যাড. সাইফুল ইসলাম, ডা: মামুনুর রশীদ মিঠু, কামরুজ্জামান রাফু, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, জাহিদুল ইসলাম হেলাল, শেখ তাহা উদ্দিন নাহিন, তৌহিদুল আলম মামুন,মাফতুন আহমেদ খান রুবেল, নিহার সুলতানা তিথি, সিপার আল বখতিয়ার, শাহ মোঃ মেহেদী হাসান হিমু, এ্যাড. আলী আজগর, এ কে আজাদ, মতিয়ার রহমান মতিন, ফরিদুর রহমান ফরিদ, মাহবুবার রহমান লুলকা, আবুল বাশার, হাফিজার রহমান, পটল, চান প্রমুখ।
বগুড়া জেলার বিভিন্ন স্থান হতে খন্ড খন্ড মিছিল সহকারে যখন শহরে প্রবেশ করে সমাবেশ স্থলে একত্রিত হচ্ছিল তখন গোটা শহর যেন মিছিলের নগরীতে পরিনত হয়েছিল। সমাবেশ শেষে মিছিল যখন শহর প্রদক্ষিণ করছিল তখন কিছু সময়ের জন্য শহর জন সমুদ্রে পরিনত হয়েছিল।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/তানসেন আলম/বগুড়া