মোঃ জাকারিয়া, তিতুমীর কলেজ প্রতিনিধি:: ‘ভ্রমণ মানে সানন্দে বেঁচে থাকা’ এই স্লোগান কে সামনে রেখে গঠিত হয় তিতুমীর ট্রাভেল ক্লাব। প্রতিষ্ঠার পর থেকেই কার্যক্রম দেখিয়ে অনুমোদন লাভ করে কলেজ প্রশাসনের।
রবিবার (৮ই সেপ্টেম্বর) দুপুরে তিতুমীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন এ অনুমোদন দেয়া হয়।
তিতুমীর ট্রাভেল ক্লাবের প্রতিষ্ঠাতা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মোঃ রিয়াদ মিয়া বলেন, তিতুমীর ট্রাভেল ক্লাব” (টিটিসি) বিগত ২০২২ সাল থেকে সাংগঠনিক নীতিমালা মেনে কার্যক্রম চালিয়ে আসছে। দীর্ঘ প্রতীক্ষার পর আজ অফিসিয়াল ভাবে আমরা অনুমোদন পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত।
অত্র ক্লাবের মডারেটর সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক আবু জাফর মুহাম্মদ মাসুদ উজ্জামান বলেন, ভ্রমণ করা শিক্ষার একটি অংশ। যদি শিক্ষার্থীরা সে সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারে তাহলে তাদের ক্যারিয়ার জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে।
অন্য মডারেটর সহকারী অধ্যাপক আহম্মদ আলী মোল্লা বলেন, মহান আল্লাহ তায়ালার অপরূপ সৌন্দর্যকে স্বচক্ষে ঘুরে দেখে বাস্তব জ্ঞান অর্জনের অন্যতম প্লাটফর্ম হচ্ছে ট্রাভেল ক্লাব । একাডেমিক পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার গঠনে ট্যুরিজম সেক্টরে এই ক্লাব ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করি।
অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন বলেন, শিক্ষার্থীরা ভালো কাজের সাথে সংশ্লিষ্ট হয়েছে। কলেজের ক্লাসের প্রতি গুরুত্ব দিয়ে অবসর সময়ে তাদের কার্যক্রম গুলো চালিয়ে যাবে।