জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি:: লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন ৫টি রেস্তোরা বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় ৩ রেস্তোরা মালিকের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায়সহ শহরের কলেজ রোডস্থ বাটারফ্লাই ফুড এন্ড চাইনিজ রেস্তোরায় সিলগালা করা হয়।
বুধবার বিকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাঃ শাজাহান আলি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে চাইনিজ রেস্তোরার ব্যবসা করে অসছিল তারা। এসব প্রতিষ্ঠানে অসামাজিক কার্যকলাপসহ ভোক্তা অধিকার সংরক্ষন হচ্ছেনা এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। শহরের সেন্ট মার্টিন রেস্তোরায় ২০ হাজার টাকা, কুটুম বাড়ী ৫ হাজার টাকা, ম্যাগফাই থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায়সহ গার্ডেনিয়া রেস্তোরা সাময়িক বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ সময়ে বাটারফ্লাই ফুড এন্ড চাইনিজ রেস্তোরা সিলগালা করে দেওয়া হয়।
ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ শাজাহান আলি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।