ঢাকা: প্রশাসন ও আওয়ামী লীগের বাধায় মার্চ ফর ডেমোক্রেসি বা গণতন্ত্রের জন্য অভিযাত্রা সফল করতে না পারায় এবার অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ  এ ঘোষণা দেন।

তিনি বলেন, যতদিন  পর্যন্ত তফসিল বাতিল না হবে ততদিন পর্যন্ত সারাদেশের সকল থানা জেলা উপজেলা মহানগরে ১৮ দলীয় জোটসহ সকল শ্রেনীর মানুষ রাজপথ নৌপথে অবস্থান গ্রহন করবে। পাশাপাশি, ১৮ দলের পক্ষ থেকে গনতন্ত্রের এই অভিযাত্রা কালকেও থাকবে। খালেদা জিয়া এই সমাবেশে নেতৃত্ব দেবেন। সারা দিনব্যাপী এই সমাবেশ সকাল ১০টায় শুরু হবে। বেগম জিয়া উপযুক্ত সময়ে সমাবেশে উপস্থিত হবেন।

উল্লেখ্য, গুলশানে বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সত্ত্বেও রোববার বেলা ৩টার দিকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দিতে বাইরে বের হওয়ার চেষ্টা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু বারবার পুলিশের বাধার মুখে তিনি ফিরে যেতে বাধ্য হন। এসময় সাংবাদিকদের সামনে কথা বলেন তিনি। মার্চ ফর ডেমোক্রেসি অব্যাহত রাখার ঘোষণা দেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here