ডেস্ক রিপোর্ট:: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরণ অনশনে ৬ শিক্ষার্থী ৯৬ ঘণ্টা পেরিয়ে ৩ শিক্ষার্থীর অবস্থা গুরু তোর আশঙ্কাজনক।
২ ফেব্রুয়ারি তিতুমীর কলেজের মূল ফটকের সামনে বসে বেলা ১ টায় সংবাদ সম্মেলনে তিন শিক্ষার্থীর অবস্থা তুলে ধরেন ডা: রাসেল।
তিতুমীরের অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে সরকারি কর্মচারি হাসপাতালের চিকিৎসক ডা. রাসেল বলেন, অনশনে থাকা ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক, যাদের প্রসাব তৈরি হচ্ছে না। তিনজনের মধ্যে একজনের প্রসাব হচ্ছে না। কিডনি প্রসাব তৈরি করার জন্য যে প্রক্রিয়া থাকে, তা বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।