ফরহাদ খাদেম, ইবি সংবাদদাতা ::
অনতিবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাফেটেরিয়া চালু এবং ক্যাফেটেরিয়ায় সুলভ মূল্যে খাদ্য পরিবেশন করাসহ চার দফা দাবিতে প্রক্টর বরাবর স্মরকলিপি দিয়েছে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)। 
রোববার (১০ নভেম্বর) দুপুর ২টায় প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সাথে বিশ্ববিদ্যালয়ে খাদ্য ও পণ্য সংক্রান্ত জটিলতা নিরসণের বিষয়ে আলোচনা করেন সংগঠনটির সদস্যরা। পরে তারা তাদের দাবিগুলো স্মরকলিপি আকারে জমা দেন।
এসময় সিওয়াইবি সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, দপ্তর সম্পাদক ত্বকী ওয়াসীফ, সহ অর্থ সম্পাদক রউফুল্লাহ খান ও সহ ভোক্তা অধিকার সম্পাদক সুমন মিয়াসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তাদের অন্য দাবিগুলো হলো- আবাসিক হলসমূহের ডাইনিং ও রান্নার স্থান এবং হলের বাইরের দোকানগুলোতে পরিছন্ন পরিবেশ নিশ্চিত করা, ক্যাম্পাসের অভ্যন্তরে যথাযথভাবে মোড়ককৃত পণ্য বিক্রি নিশ্চিত করার পাশাপাশি পণ্যের দাম, মেয়াদ, মূল্য ও উপাদান উল্লেখ করা এবং খাবারের মান বজায় রাখতে সিওয়াইবির সাথে নিয়মিত হলের ডায়নিং, খাবারের দোকান ও ক্যাফেটারিয়া মনিটরিং করা।
এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ক্যাফেটেরিয়া চালুর বিষয়ে টিএসসিসির পরিচালকের সাথে কথা হয়েছে। ক্যাফেটেরিয়া চালুর জন্য কাজ শুরু হয়ে গেছে। ডাইনিংয়ের বিষয়গুলো হল কর্তৃপক্ষ দেখবে। ক্যাম্পাসের অভ্যন্তরীণ দোকানগুলো মাঝে মধ্যেই মনিটরিং করা হয়। আমি দোকানীদের পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করতে বলেছি। তারা যেন নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি না নেয় সে কথাও বলা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here