অধ্যাক্ষের পদত্যাগের দাবীতে এক দিনের আলটিমেটাম তিতুমীর কলেজ সাধারণ শিক্ষার্থীদের।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের পূনর্বাসনের চেষ্টার অভিযোগে তিতুমীর কলেজের অধ্যাক্ষ শিপ্রা রানী মন্ডলের পদত্যাগের দাবীতে এক দিনের আলটিমেটাম দিয়েছে কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে কলেজের অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে মিছিলের মাধ্যমে অধ্যাক্ষের পদত্যাগ চান সাধারণ শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

এর আগে, শিক্ষার্থীরা মিছিল নিয়ে অধ্যাক্ষের কক্ষে যান। মিছিলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যুক্তনতিতুমীর কলেজ ছাত্রদল। সে সময়, অধ্যাক্ষের কক্ষ থেকে শেখ মুজিব এবং ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অপাসারণ করা হয়। সেইসঙ্গে, অধ্যাক্ষের কক্ষ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখার সভাপতি রিপন মিয়া এবং সাধারণ সম্পাদক জুয়েল মোড়লকে নিয়ে করা বিগত দিনের বিভিন্ন অনুষ্ঠানের তোলা ছবির এ্যালবামও অপসারণ করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তিতুমীর কলেজের অধ্যাক্ষ ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকারের মদদপুষ্ট। গোপনে তিনি আওয়ামীলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগকে পূনর্বাসনের চেষ্টা করছেন অভিযোগ তাদের। এছাড়া, অধ্যাক্ষ ছাত্র সংসদ অর্থ তহবিল থেকে ছাত্রলীগের নেতা-কর্মী এবং আওয়ামীলীগ পন্থি শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের বিশেষ সুবিধা প্রদান করেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here