স্টাফ রিপোর্টার :: জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে অধিনায়কত্ব ছড়লেও খেলা চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৩টার দিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেটের এই রাজপুত্র এ ঘোষণা দেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, কাউকে কখনো দোষারোপ করার মন আমার ছিল না। খেলা আমার লাইফ না কিন্তু খেলা আমার লাইফের একটা অংশ। কেউ অনেক দিন খেলুক আর যে পাঁচ দিন খেলেছে তাকেও সিদ্ধান্ত নিতে সময় দিতে হয়। মাঠে যখন খেলতে নেমেছি তখন বাংলাদেশের হয়েই নেমেছি। যখন ভুল ধরা হয় তখন মনে হয় আসলেই ভুল করে ফেলেছি।

২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশ দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মাশরাফি। কিন্তু হাঁটুর চোটে দলের বাইরে চলে যাওয়ার কারণে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেননি। এরপর ২০১৪ সালে ওয়ানডেতে অধিনায়কত্ব ফিরে পেয়েই সফল তিনি। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ২০১৫ আর ২০১৯ বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ৮৭টি ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত জিতেছেন ৪৯টি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here