মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি ::

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সৈয়দা কামরুন নাহার শাহনূর অটিজম আক্রান্তদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন।

পাঠকদের উদ্যেশ্যে সেটি হুবহু তুলে ধরা হলো-

বাবা-মায়ের কোলজুড়ে একটা শিশু জন্ম নেয়।পরিবারে বয়ে যায় আনন্দের বন্যা।শিশুটিকে ঘিরে মা বাবা বুনতে থাকে স্বপ্নের জাল।তারপর শিশুটি বড় হতে থাকে।বড় হওয়ার এক পর্যায়ে দৃশ্যমান হয় শিশুটি অন্য সবার মত নয়,শিশুটির অটিজম।মা বাবার স্বপ্নে আঘাত নেমে আসে।কিন্তু তাঁরা হার মানে না।অন্যরকম শিশুটিকে ঘিরে শুরু হয় মা বাবার যুদ্ধ।অটিস্টিক শিশুদের সবার জীবনের গল্প প্রায় একই রকম।ওরা অন্য সবার মত নয়।তার মানে তাঁরা সমাজের বোঝা নয়।করুণা কিংবা সহানুভূতি দিয়ে নয়, অটিজম আক্রান্তদের মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকায় রাখুন।অটিস্টিক কোন গালি নয়।অটিজম আক্রান্তদের জীবন যুদ্ধকে সম্মান জানান।ভিগোর পণ্য বিক্রয় থেকে আয়ের একটা অংশ ব্যয় করা হবে অটিজম শিশুদের কল্যাণে।আপনিও এগিয়ে আসুন,বাড়িয়ে দিন হাত।

শাহনূর আরও বলেন,আগামী ১০ ফেব্রুয়ারি আমার জন্মদিন।এইবার অটিজমদের সাথে জন্মদিন পালন করবো ইনশাআল্লাহ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here