ডেস্ক রিপোর্ট::  মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে মাহিনুর বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কাচারীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিনুর বেগম কাচারীকান্দি এলাকার আক্তার সরদারের স্ত্রী।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজের পড়ার জন্য নিজ বাড়ির পাশে টিউবওয়েলে অজু করতে যান মাহিনুর বেগম। টিউবওয়েলে চাপ দিলে সাপের ওপরে পানি পড়ার সঙ্গে সঙ্গেই সাপটি মাহিনুর বেগমের পায়ে কামড় দেয়। পরে ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করলে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আক্তার সরদার ঢাকা পোস্টকে বলেন, আজ ভোরে ফজরের নামাজ পড়ার জন্য টিউবওয়েলে অজু করতে গেলে তাকে সাপে কামড় দেয়। ওঝা এনে তাকে বাঁচানোর চেষ্টা করলেও দেখি তার অবস্থার খারাপ হচ্ছিল। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আমার এই ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কোথায় যাব?

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার রিয়াজ মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, সাপে কাটা রোগীকে আমাদের এখানে মৃত অবস্থায় নিয়ে আসা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here