শুক্রবার ভোর রাতে শ্রীমঙ্গলে একটি ড্রাগ হাউস ও ডায়াগনষ্টিক সেন্টারে অগ্নিকান্ডে প্রায় ৪০ লক্ষধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। শহরের শাপলাবাগ আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। প্রতিষ্ঠান দুটি বন্ধ থাকায় বিপুল পরিমান এই ক্ষতির সম্মুখীন হন উভয় প্রতিষ্ঠানের মালিক।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সহসা আগুনের শিখা দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা আগুন নেভাতে চেষ্টা করেন। কিন্তু প্রতিষ্টানগুলো তালাবদ্ধ থাকায় তাৎক্ষনিক আগুন নেভানো সম্ভব হয়নি। শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ আবাসিক এলাকার বি-বাড়িয়া মেডিকেল হল এবং মহানামব্রত ডায়াগনষ্টিক সেন্টারের এ·-রে, ই-সি-জি ও আলট্রাসনোগ্রাফি মেশিন সহ বিভিন্ন ওষুধ ও চিকিৎসা সামগ্রী আগুনে বিনষ্ট হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলেন সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও প্রতিষ্ঠানের মালিকদের ফোনে জানানো হয়। তবে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমান বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে প্রতিষ্ঠান দু’টির সত্ত¡াধিকারী ডা. বরুন চন্দ্র রায়ের সাথে আলাপ করা হলে তিনি জানান, খবর পেয়ে তিনি তার বাসভবন পূর্বাশা আবাসিক এলাকা থেকে ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষধিক হবে বলে তিনি জানান।

কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে কেউই তা সঠিকভাবে বলতে পারেন নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ কাওছার ইকবাল/শ্রীমঙ্গল

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here