ঝিনাইদহ: ঝিনাইদহের বাড়িবাথান নামক স্থানে বাবলুর রহমান (২৯) নামে এক ওষুধ ব্যবসায়ী মটরসাইকলেসহ গর্তে পড়ে নিহত হয়েছে। স্বজনদের দাবী ডিবি পুলিশের ধাওয়া খেয়ে গাছের ডালের ধাক্কায় বাবলু নিহত হয়েছে। পুলিশ স্বজনদের অভিযোগ অস্বীকার করেছে।

dead-body-bablu-pic2-jhenaidahনিহত বাবলু ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকাল ৩টার দিকে ঝিনাইদহ গান্না সড়কের বাড়িবাথান এলাকায় আমিরুল মাষ্টারের বাড়ির কাছে। ঝিনাইদহের সদর উপজেলার জামতলা বাজারে নিহত বাবলুর একটি ওষুধের দোকান আছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, ঘটনার সময় সাদা পোশাকের ডিবি পুলিশ ওই সড়কে মটরসাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করছিলো।

এ সময় বাবলু জামতলা বাজার থেকে ঝিনাইদহে আসছিলো। সামনে সাদা পোশাকের পুলিশ ইন্দিরার মোড়ে মটরসাইকেল ধরছে এমন দৃশ্য দেখে বাবলু দ্রুত নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দিকে মটরসাইকেল নিয়ে আসছিলো। তাদের ভাষ্য ডিবি পুলিশও পিছু নেয় বাবলুর।

এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে রাসত্মার পাশে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে গর্তে পড়ে যায় ওষুধ ব্যবসায়ী বাবলু। পথচারিরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুপুর মৃত ঘোষনা করেন।

চিকিৎসক নুপুর জানিয়েছেন বাবলুর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। সেটা লাঠি না অন্য কিছু তা ময়না তদনত্ম ছাড়া বলা যাচ্ছে না। বাবলুর ভগ্নিপতি যাদবপুর গ্রামের মসিউর রহমান জানান, বাবলুর মটরসাইকেলের কাগজপত্র ছিল না। কাগজ করতে বেশ কয়েকদিন বিআরটিএ অফিসে ঘুরছিলো। তিনি শুনেছেন সাদা পোশাকের পুলিশের ধাওয়া খেয়ে বাবলু দ্রুত পালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঘটনার সময় পুলিশ সেখানে নাম্বার প্লেট বিহীন মটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করছিলো।

এ সময় বাবলু পুলিশ দেখে দ্রুত পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে নিহত হন। পুলিশ তাকে ধাওয়া বা লাঠি দিয়ে আঘাত করেনি বলে তিনি দাবী করেন। ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, সড়ক দুর্ঘটনায় বাবলুর মৃত্যু হয়েছে। পুলিশ তাকে ধাওয়া করেনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here