মুজাহিদুল ইসলাম সোহেল।

নোয়াখালী: দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সনাক- লক্ষ্মীপুর এবং সুবর্ণচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায়  তথ্যমেলা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

noakhali-pic-1মঙ্গলবার সকালে নোয়াাখীর সুবর্ণচর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলা গণশুনানি হয়।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অতিথি ছিলেন দুর্নীতি

দমন কমিশনার ড.নাসিরউদ্দীন আহমেদ,কমিশনার এ, এফ, এফ আমিনুল ইসলাম, প্রধান কার্যালয়ের পরিচালক

(প্রতিরোধ) মনিরুজ্জামান, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, উপপরিচালক নোয়াখালীর আবু তালেব, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম, সনাক-লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর মাহবুব মোহাম্মদ আলীসহ আরো অনেকে।

এর আগে দুর্নীতিবিরোধী কার্যক্রমে তরুণ শিক্ষার্থীসহ নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির

লক্ষ্যে দুর্নীতিবিরোধী র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূণ সড়ক প্রদক্ষিণ করে

উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রী, শিক্ষার্থী,

উন্নয়ন কর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার নাগরিকেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সুবর্ণচর নোয়াখালী,নোয়াখালী।

অন্যদিকে সুবর্ণচর উপজেলা দুর্নীতি দমক প্রতিরোধ কমিটির সভাপতি রুহুল মতিনের সভাপতিত্বে সৈকত ডিগ্রি কলেজে উপজেলার দুর্নীতি দমন কমিশনের সহযোগি সংগঠন সততা সংঘের ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানে সদস্যদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here