হামলা হলে পাশে আছি: পাকিস্তানকে আশ্বাস চীনেরডেস্ক নিউজ :: পাকিস্তানের দিকে পূর্ণ সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে চীন। পাকিস্তানের বিরুদ্ধে কোনো বহিরাগত আক্রমণ হলে সাহায্যের আশ্বাস বার্তাও দেয়া হয়েছে চীনের তরফে।

গত কয়েকদিন ধরে ভারত-পাক সীমান্ত নিয়ে চরম উত্তেজনা রয়েছে। উরির সেনাছাউনিতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের ভূমিকা নিয়ে নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। যদিও চীন এখনও কোনো মন্তব্য করেনি। এরই মধ্যে আগ বাড়িয়ে পাকিস্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথা তুলে চীন যে বার্তা দিল, তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। লাহোরে চীনের

কনসাল জেনারেল ইউ বোরেনকে উদ্ধৃত করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই বিবৃতিতে বোরেনের যে উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে তা হলো, ‘কোনোরকম (বহিরাগত) হামলা হলে আমরা পাকিস্তানকে সব রকম সমর্থন দেব।’

এখানেই শেষ নয়, কাশ্মির ইস্যুতেও পাকিস্তানের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বোরেন। বলেছেন, ‘কাশ্মির ইস্যুতে আমরা পাকিস্তানের পাশে আছি এবং থাকব। নিরস্ত্র কাশ্মিরিদের দমন-পীড়নের এখনও কোনো বিচার হয়নি। কাশ্মির ইস্যুর সমাধান হওয়া উচিত কাশ্মিরে বাসিন্দাদের ইচ্ছা মেনেই।’

পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ চীনা কূটনীতিবিদদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। সেই আলোচনায় এই বার্তা দেয়া হয়েছে বেজিংয়ের পক্ষ থেকে।

নয়াদিলি্ল মনে করছে, আসলে ভারতীয় সেনা হামলা করতে পারে বলে আগাম আশঙ্কায় ভুগছে পাকিস্তান। তাই আগেভাগেই গ্রামগুলো খালি করে কৌশলগত অবস্থান নিয়ে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিতে চাইছে। চীন নিজে সরকারিভাবে এ নিয়ে কিছু বলেনি। কিন্তু চীনের কূটনৈতিক কর্তাকে উদ্ধৃত করে পাকিস্তান পাল্টা চাপ তৈরি করে রাখছে ভারতের ওপর, এমনটাই মনে করছেন ভারতের রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here