ঢাকা: এবারের ঈদুল আযহায় পাঁচদিনের ছুটির ফাঁদে পড়ছে বাংলাদেশ। ১২ সেপ্টেম্বরকে ঈদুল আযহা ধরে ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বরে ছুটি ঘোষণা করা হয়েছে।

symbol-of-bangladesh১১ তারিখ পড়বে রোববার। এর আগের দুইদিন সাপ্তাহিক ছুটি। সে হিসেবে সাপ্তাহিক দুদিন এবং ঈদের তিনদিন, এই মোট পাঁচদিনের ছুটি। এই হিসেবে নয় সেপ্টেম্বর থেকে ঈদের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন চাকুরিজীবীরা।

দেশ লম্বা সরকারি ছুটির ফাঁদে পড়লেও এতে গ্রাহকদের লেনদেন সংক্রান্ত কোনো সমস্যা তৈরি হবে না বলেই আশা করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তারা বলছেন, লম্বা ছুটি থাকলেও বিশেষ ব্যবস্থায় শুক্র ও শনিবারে (নয় ও ১০ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় ব্যাংক খোলা রাখা হবে।

এ দিকে দীর্ঘ ছুটির কারণে এবার পর্যটন শিল্প ঈদের সময় বেশ রমরমা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অনেক এলাকায় এর মধ্যেই হোটেল- মোটেল বুকিংয়ের খবর পাওয়া গেছে।

এর আগে ঈদুল ফিতরের সময় নয় দিনের ছুটির ফাঁদে পড়েছিলো দেশ। ঈদের ছুটি এবং শুক্র-শনিবার মিলিয়ে ছুটি ছিলো সাত দিন। মাঝখানে দুদিন কর্মদিবস পড়ে যাওয়ায় প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা বলে দুদিন ছুটি বাড়িয়ে দেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here