তবুও, তোমার ফেরা হলো না! -তাহমিনা শিল্পীতবুও, তোমার ফেরা হলো না!

-তাহমিনা শিল্পী

 

তোমার ত্বকের পেলবতার ছোঁয়া পাবার লোভী ইচ্ছায় তোমাকে ছুঁইনি কখনও সেকথা তুমি জানতে।

তবুও, কিজানি কি অভিমানে তোমার দীর্ঘ নিরুদ্দেশ!

আমার অনেক অনেকগুলো অপেক্ষারা জড়ো হয়ে নিঝুম রাতে জ্বালায় অজস্র জোনাকির দীপাবলী।

আর- কষ্টরা একত্র হতে হতে হয়, নীল অপরাজিতা।

আশংকারা সকাল দুপুর বাজায় নূপুর আমার মনজানালায় তোমার প্রিয় রঙ জেনেই, লালের ঘোরে আমার আজীবনের প্রতিক্ষা।

অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমার সাদা রঙা নাকফুলটা নীল হতে হতে, বেগুনী সাগরে ডুব দেয়।

আমি লাল হয়ে উঠার প্রচন্ড ব্যাকুলতায় কৃষ্ণচুড়াকে জানাই স্নিগ্ধ আমন্ত্রন।

দিন চলে যায়, মাস পেরিয়ে বছর পেরোয়,তোমার ফেরা আরো অনিশ্চত হতে থাকে

রাতের শেষভাগে আমার কণ্ঠনালী বেয়ে নামে দীর্ঘশ্বাস।

আমার বুকের পাজরে কেবল কৃষ্ণচুড়ার চাষ। তবুও, তোমার ফেরা হলো না!

 

লেখকের ইমেইলঃ  tahmina_shilpi@yahoo.com

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here