আন্তর্জাতিক : জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি মিলিশিয়াদের দমনে গত বুধবার (২৪ আগস্ট) থেকে সিরিয়ায় ‘অপারেশন ইউফ্রেতিস শিল্ড’ নামে অভিযান শুরু করে তুরস্ক। এ অভিযানের পঞ্চম দিন রোববার বিমান হামলা চালাল দেশটি।

-RAQAরোববারের হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয় বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। সংগঠনটির দাবি, জেব এল-কুসা এলাকায় বিমান হামলায় ২০ জন নিহত হয়। আর আল-আমারনেহ এলাকায় পৃথক একটি হামলায় ১৫ জন নিহত হয়।

তুরস্কের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, বিমান হামলায় নিহত ব্যক্তিরা কুর্দি জঙ্গি। তুরস্কের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা কুর্দিদের সংগঠন কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিটের (ওয়াইপিজি) ২৫ সদস্যকে হত্যা করেছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here