20150714125235“কড়কড়ে রৌদ্র দিনের বাস্তববাদ”

-তাহমিনা শিল্পী।

পরাধীনতার শিকল কবেই ছিড়েছে তবুও স্বচ্ছ নীলাকাশ কতদিন দেখিনি বলতো!

সাথে দুর্লভ টুকরো-টুকরো স্বপ্নাতুর বরফ সাদা মেঘ!

কড়কড়ে রোদের প্লাবন তবু জ্বেলেছে অনল আবর্জনার স্তুপময় রক্তাক্ত লোকালয়ে।

এমন স্বচ্ছ দিনকেও আজকাল আমার বড় বেঈমান লাগে।

বেদনায় জুবুথুবু কোন কোন অভিজ্ঞতার শরমে মুখ গুঁজে থাকি তপ্ত বালিয়াড়িতে।

কোন মানব মূর্তিকেই আর ভাবিনা নিজের করে,

জীবন জুড়ে তাই কেবলই শূণ্যস্থান বুকে অজস্র প্রশ্নের ভীড়।

দক্ষিণা হাওয়া ডাকে আয় কাছে আয়, পথ দেখায় চিরবসন্ত সমুদ্রের।

আঁচলে গিঁট বেঁধে রাখি তবু একগুচ্ছ মন চাবি।

 

লেখকের ইমেইলঃ tahmina_shilpi@yahoo.com

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here