আল-মামুন।

khagra-pic(27-7-16) (1)খাগড়াছড়ি: খাগড়াছড়ির লক্ষীছড়িতে অভিযান চালিয়ে একটি সেমি অটোমেটিক রাইফেল,বুলেট,চাঁদা আদায়ের রশিদসহ  চার জনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার রাত ৩টার দিকে লক্ষীছড়ি উপজেলার ছুমর পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীছড়ি সেনা জোনের একটি দল অভিযান চালিয়ে ১টি সেমি অটোমেটিক রাইফেল,তিন রাউন্ড গুলি সহ ৪ আটক করে।

আটককৃতরা হলেন সুমন চাকমা (২০),পিতা অজ্ঞাত, নির্মল চাকমা(১৬)পিতা-লক্ষীধন চাকমা, শুক্র চাকমা(৪৫) পিতা-গন্ধরাজ চাকমা, শিমুল চাকমা(১৭)পিতা-শুক্র চাকমার কাছ থেকে নগদ ৯,১,৩১ টাকা এবং ৩টি মোবাইল সেট এবং চাঁদা আদায়ের রশিদ,একটি নোট বুক উদ্ধার করা হয়।

আটককৃত ব্যাক্তিরা আঞ্চলিক রাজনৈতিক দলের সাথে জড়িত বলে নিশ্চিত করা গেলেও কোন দলের সাথে জড়িত তা নিশ্চিত করা যায়নি। আটককৃতরা সবাই ছমুর পাড়া গ্রামের বাসিন্দা এবং আটককৃতদের দেওয়া তথ্যে অনুসারে এখনো বিভিন্ন এলাকায় অভিযান চলছে বলে জানা গেছে।

লক্ষীছড়ি সেনা জোনের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল নুরম্নল আমিন (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অস্ত্র সহ আটকের  বিষয় শুনেছি,তবে আটককৃতদের নিয়ে এখনো অভিযান চলায় তাদেরকে থানায় হস্তান্তর করা সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here