kollanpur-_136226ঢাকা: রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিং বাড়িটিতে বসবাসকারী লোকজনদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের মিরপুর থানায় নিয়ে যায়।

জানা যায়, ‘বাড়িটিতে বসবাসকারী লোকজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য মিরপুর মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।  বাড়িটিতে এখন আর কোনো লোকজন নেই’।

তিনি বলেন, ‘৬তলা বাড়িটি দেখতে অনেকটা জাহাজের মতো। ৩৫ থেকে ৪০ বছরের পুরনো বাড়িটি তাই এলাকাবাসীর কাছে জাহাজ বাড়ি নামে পরিচিত’।

‘৬তলা বিল্ডিংয়ের পুরোটা মেস। বাড়িওয়ালা এ বাড়িটিতে থাকেন না। বাড়ির পঞ্চম তলার পুরোটাই ভাড়া নিয়ে আস্তানা গেড়েছিলো জঙ্গিরা।

যে ফ্ল্যাট থেকে জঙ্গিরা ধরা পড়েছে, তারা সবাই কোনো খাট ব্যবহার করতো না, ফ্লোরিং করতো। পুলিশ-র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী বাড়িটিকে ঘিরে রেখেছে’।

বাড়িটি ছাড়াও ঘটনাস্থলের আধা কিলোমিটার পর্যন্ত ব্যারিকেড দিয়ে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে ছয়টি অ্যাম্বুলেস রয়েছে। দুপুর ১টায় ডিএমপি কমিশনার ঘটনাস্থল ছাড়েন।

আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।

দূর থেকে দেখা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটির পঞ্চম তলায় ঘোরাফেরা করছেন। অন্যান্য ফ্লোরের দরজা-জানালা বন্ধ রয়েছে।

তবে বাড়িটিতে আশিক নামের শ্যামলী পলিটেনিক ইনস্টিটিউটের একজন ছাত্র আটকে পড়েছেন বলে দাবি করেছেন তার  ভাই মতিউর রহমান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here