ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে আইএস নেই, আছে জামায়াতের প্রেতাত্মা। যাদের কাজ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। অস্থিতিশীলতার জন্য তারাই হলি আর্টিজানের ঘটনা ঘটিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকলে এরা কেউ কিছু করতে পারবে না।

শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সহকারীদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, ‘১৬ কোটি মানুষের দেশে ‍এক-দেড়শ’ মানুষ কিছু নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে তারা কিছুই করতে পারবে না। আমরা এক থাকলে যারা আমাদের জঙ্গি ছবক দিচ্ছে তারাও বিতাড়িত হবে।’

জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রসঙ্গে আইন মন্ত্রী বলেন, ‘ঐক্যের একটাই শর্ত-যারা জঙ্গিদের সাথে আছে তাদের সঙ্গে ঐক্য নেই। যারা জঙ্গিদের নির্মূলে আছে তাদের তাদের সাথে ঐক্য হতে হবে। এবং সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে হতে হবে। ঐক্যের বিরুদ্ধে সর্বোচ্চ ১ শতাংশ লোক থাকতে পারে। আমরা এক থাকলে তারা কিছু করতে পারবে না।

আইনজীবী সহকারী সমিতির সভাপতি মোহাম্মদ নুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেড আই খান পান্না প্রমুখ।

এরআগে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here