জহিরুল ইসলাম শিবলু।

Lakshmipur Pic 23.07লক্ষ্মীপুর: গোপন বৈঠকের সময় লক্ষ্মীপুর পৌরসভার আটিয়াতলি এলাকার একটি বাসা থেকে জামায়াত-শিবিরের ১১ নারী সদস্যকে আটক করে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে জামায়াতের ৪-৫টি জিহাদী বই উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক কৃতরা হলেন- নাছিমা আক্তার (২৮), পপি বেগম (২৩), কহিনুর বেগম (৪৫), জান্নাতুল ফেরদাউস (৩৬), রোকেয়া বেগম (৩০), শিরিন আক্তার (৫০), পারভীন আক্তার (২৫), ফেরদৌসি বেগম (৩০), রম্ননু (৪০), তাসকিয়া (৪৫) ও কুলসুম আক্তার (৩৫)। এরা সবাই লক্ষ্মীপুর পৌরসভার, সদর উপজেলা ও রামগঞ্জ উপজেলার বাসিন্দা।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শরিফুল ইসলাম জানান, গোপন বৈঠকের সময় জামায়াত-শিবিরের ওই ১১ নারী সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জামায়াতের বিভিন্ন জিহাদী বই উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ততার বিষয়টি আটক কৃতরা স্বীকার করেছেন।

জামায়াত ইসলামের সাংগঠনিক কার্যক্রমকে সুসংগঠিত করার জন্য ওই নারী সদস্যরা গোপন বৈঠকে মিলিত হয় বলে ধারনা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here