gulshan_19826_1469171700ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পর সেনা কমান্ডো অভিযানে নিহত ৬ জঙ্গির ডিএনএ নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে মামলার তদন্তসংস্থা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটি) ইউনিট এফবিআইয়ের প্রতিনিধির কাছে এসব নমুনা হস্তান্তর করে।

এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হস্তান্তর করা ডিএনএ নমুনার মধ্যে রয়েছে- জঙ্গিদের চুল ও হার্টের বাম পাশ থেকে নেয়া ১০ মি. লি. রক্ত।

ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, আদালতের অনুমতি নিয়েই জঙ্গিদের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ‘মূলত যেসব পরীক্ষা দেশে সম্ভব, সেগুলো সিআইডির ল্যাবে করা হচ্ছে। আর যেগুলো দেশে সম্ভব না, সেগুলো এফবিআই ল্যাবে পাঠানো হয়েছে।’

ডিএনএ পরীক্ষার পর এফবিআইয়ের দেয়া ফলাফল তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছে পুলিশ।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে জঙ্গিরা ১৭ বিদেশীসহ ২০ জিম্মিকে হত্যা করে। পরদিন সকালে কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here