1469089614ঢাকা: জঙ্গি হামলার গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করলে আতঙ্কসৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি কার্যালয়ে জাপানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
কমিশনার আরও বলেন, একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইলে এসএমএসের মাধ্যমে জঙ্গি হামলার বিষয়ে গুজব ছড়াচ্ছে। এ ধরণের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। পুলিশ সামাজিক গণমাধ্যমে নিয়মিত নজরদারি করছে। যারা এ ধরণের গুজব ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
জঙ্গি মদতদাতাদের সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, গুলশান হামলার জড়িত জঙ্গি মদতদাতাদের বিষয়ে আরও তথ্য জানা গেছে। শিগগিরই তা প্রকাশ করা হবে ।
তিনি বলেন, সরকার ও পুলিশের পক্ষ থেকে জঙ্গি দমনে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে । সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে জঙ্গিদের মোকাবেলা করা হবে। সম্প্রতি সরকারের নির্দেশে প্রতিটি এলাকায় জঙ্গি বিরোধী কমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কমিটিতে রাজনীতিবিদ, সাংবাদিক, ওয়ার্ড কাউন্সিলর, আইনজীবী ও পুলিশ থাকবে উল্লেক করে জঙ্গি বিরোধী এই কমিটিকে সঙ্গে নিয়ে জঙ্গিদের প্রতিরোধ করা হবে বলে জানান কমিশনার।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here