turkey4_133401নিউজ ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলের আতার্তুক আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ বন্দুক ও বোমা হামলা হয়েছে। এতে অন্তত ৩৬ জন নিহত এবং প্রায় ৯০ জন আহত হয়েছে।

তিন আক্রমণকারী প্রথমে টার্মিনালের প্রবেশপথে গুলিবর্ষণ করে। পরে পুলিশ তাদের দিকে গুলি করলে তারা বিস্ফোরণ দিয়ে নিজেদের উড়িয়ে দেয়।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তথাকথিত ইসলামিক স্টেট এই হামলার পেছনে রয়েছে।

ইস্তানবুলের আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তারা হঠাৎ গুলির শব্দ শুনতে পান আর তারপর বোমা বিস্ফোরণ।

আতংকের মাঝে বিমানবন্দরে আসা ট্যাক্সিতে করে অনেককে হাসপাতালে নিতে হয়েছে।

সেখানে কেবলই অবতরণ করা একটি বিমানে যাত্রী ছিলেন বিবিসির মার্ক লোয়েন।

পরিস্থিতি বর্ণনা করে তিনি বলছিলেন, যাত্রীদের রানওয়েতেই বিমানে রেখে দেয়া হয়।

তিনি বহু নিরাপত্তা রক্ষী ও এম্বুলেন্স দেখতে পাচ্ছিলেন।

ইউরোপের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক এই বিমানবন্দরটির সকল ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে।

বিমানবন্দরটিকে অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলা হচ্ছিল।

কারণ যাত্রীদের প্রবেশ পথে লাগেজ স্ক্যান করা হলেও সেখানে টার্মিনালে আসা গাড়ির জন্য কোন স্ক্যানার নেই।

তুরস্কে কাছাকাছি সময়ে একের পর এক হামলা চলছে।

সেখান থেকে বিশ্লেষক গ্যারেথ জেংকিনস বলছেন, এই হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও সন্দেহের তীর রয়েছে কথিত ইসলামিক স্টেট গোষ্ঠী অথবা কুর্দি জঙ্গি গোষ্ঠী পিকেকের দিকে।

গত বছর কুর্দি জঙ্গিদের সাথে তুরস্কের সরকারের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে পিকেকে বেশ কটি হামলা চালিয়েছে।

ইসলামিক স্টেট গোষ্ঠীও তুরস্কে কয়েকটি হামলা চালিয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here