imageyএতদিন ধামাচাপা থাকার পরে এই সংবাদ জনসমক্ষে এল যাঁর চেষ্টায়, তিনি ‘তথ্যের অধিকার’ আন্দোলনের কর্মী অনিল গলগলি।

‘মন্নত’-এর বাইরে বেআইনি র‌্যাম্প তৈরির মাশুল দিলেন শাহরুখ খান। খেসারত হিসেবে খসল ১.৯৩ লক্ষ টাকা।

এহেন তথ্যটি উঠে এসেছে রাইট টু ইনফরমেশন-এর এক অনুসন্ধানের ফলে। তাঁর বাংলো ‘মন্নত’-এর বাইরে একটি র‌্যাম্প নির্মাণ করিয়েছিলেন বাদশাহ খান। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর তরফে আপত্তি তোলা হয় এই নির্মাণকে লক্ষ্য করে। তার পরে এই র‌্যাম্পটিকে ভেঙে দেয় পুরসভা। সেটা ২১০৫-এর মার্চের ঘটনা। সেই ভাঙার কাজের পূর্ণ ব্যয়ভার শাহরুখকেই করতে হয়েছিল সেই সময়ে। মোট খরচ পড়েছিল ১.৯৩ লক্ষ টাকা।

এতদিন ধামাচাপা থাকার পরে এই সংবাদ জনসমক্ষে এল যাঁর চেষ্টায়, তিনি ‘তথ্যের অধিকার’ আন্দোলনের কর্মী অনিল গলগলি। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর কাছ থেকেই তিনি উদ্ধার করেছেন এই তথ্য। ২০১৫-র মার্চেই শাহরুখ পুরসভাকে চেক-মারফত প্রদান করেছেন ১,৯৩,৭৮৪ টাকা।

বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর নিয়ম অনুযায়ী, বেআইনি নির্মাণ ভাঙার খরচ নির্মাতাকেই ব্যয় করতে হয়। সুপারস্টারের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here