জেলা প্রশাসক রেখা রানীর যোগদানকলিট তালুকদার, পাবনা প্রতিনিধি :: পাবনায় প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন রেখা রাণী বালো। প্রায় ১৮৮ বছর পর পাবনা জেলার ১৪০তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে তিনি পাবনায় আসেন।

আজ রোববার (৩১ জানুয়ারি) থেকে তিনি জেলা প্রশাসক হিসেবে কাজ শুরু করেন।

তিনি ১৫তম বিসিএস-এর অফিসার। বিদ্যুৎ ও জ্বালানী সম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব থেকে তাকে সরকারি আদেশে পাবনায় জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়।

দুই বছর তিন মাস দায়িত্ব পালন শেষে কাজী আশরাফ উদ্দিনকে পাবনা থেকে রাজশাহীর জেলা প্রশাসক দিসেবে বদলী করা হয়েছে।

১৮২৮ খ্রিষ্টাব্দে পাবনা জেলার যাত্রা শুরু। তখন এক ইংরেজ এ ডব্লু মিলস্‌ প্রথম জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন। ভারত বিভক্ত হয় ১৯৪৭ খ্রিষ্টাব্দের ১৪ আগস্ট। এইদিন ডি কে ঘোষ জেলা ম্যাজিস্ট্রেট-এর দায়িত্ব বুঝে দেন এমদাদুল হককে। স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ খ্রিষ্টাব্দে জেলা প্রশাসক ছিলেন নূরুল কাদের খান। তার নেতৃত্বে পাবনায় মুক্তিযুদ্ধের সূচনা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here