bangladeshi-mobile-operatorষ্টাফ রিপোর্টার, ঢাকা :: মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ পাবেন গ্রাহকরা। বাড়তি সুবিধা এবং গ্রাহকদের সেবার মান বাড়াতেই এ উদ্যোগ নিয়েছে সরকার।

সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা অনুমোদনও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদনের জন্য প্রস্তাবনাটি এখন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেলে উদ্যোগটি চূড়ান্ত হবে।

বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানান।

প্রস্তাবনায় বলা হয়েছে, মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) ব্যবস্থাটি চালাতে অপারেটরদের লাইসেন্স নিতে হবে। ১৫ বছরের জন্য এই লাইসেন্স দেয়া হবে। একজন গ্রাহক সর্বোচ্চ ত্রিশ টাকার বিনিময়ে নূন্যতম ৪০ দিনের জন্য অপারেটর পরিবর্তনের সুযোগ পাবে।

তবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘এটি আমাদের প্রস্তাব। অর্থ মন্ত্রণালয় চাইলে এটি আরো বাড়াতে বা কমাতে পারে। অপারেটররা হয়তো প্রতিযোগিতার জন্য বিনামূল্যে গ্রাহকদের এ সুবিধা প্রদান করতে পারে।

অপারেটরদের এমএনপি লাইসেন্স পাওয়ার দ্বিতীয় বছর হতে সরকারকে সাড়ে ৫ শতাংশ হারে রাজস্ব দিতে হবে।’

দেশে বিদ্যমান সব মোবাইল কোম্পানিকে এমএনপি ব্যবস্থা চালু করতে হবে বলে জানান তারানা হালিম।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here