ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে বগুড়া শহীদ জিয়াউর রহমান  মেডিকেল কলেজ বন্ধ ঘোষনা: আহত ৭তানসেন আলম, বগুড়া প্রতিনিধি :: কলেজ হোষ্টেলে ডাইনিংএর কর্তৃত্ব নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এঘটনায় শিক্ষার্থীদেও বিকেল ৪ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। তবে বিদেশী শিক্ষার্থীরা হলে অবস্থান করবে। সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।

মেডিকেল ফাঁড়ির ইনচার্জ এস আই শাহ আলম জানান, ছাত্র হোষ্টেলে ডাইনিংএর দায়িত্ব কয়েকজন জুনিয়রকে দেয় কলেজের কিছু সিনিয়র ছাত্র। কিন্তু এ সিদ্ধান্তকে না মেনে অপর পক্ষের কয়েকজন জুনিয়র ছাত্র বিরোধিতা কওে। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে এবিষয় নিয়ে সিনিয়র জুনিয়রদেও মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রনে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ছাত্রী নিবানের নিরাপত্তার দায়িত্বেথাকা মোহাম্মদ আলী জানান, উদ্ধোতন কতৃপক্ষের নির্দেশ পাওয়ার পর ছাত্রী নিবানের ভেতও হে্যান্ড মাইকে সেটা জানানো হয়েছে। এরপর ছাত্রীরা সকাল ১১ টা েেক হল ত্যাগ করতে শুরু কওেছে। বিকেল ৪ টার মধ্যে হল ত্যাগ করতে হবে। তিনিজানান, এ ছাত্রী নিবাসে ৩ জন বিদেশী ছাত্রী ওয়েছে। তারা নিজেদেও পরিচয় পত্র দেখিয়েথাকতে পারবে।

ছাত্র হোষ্টেল সুপার ডাঃ রফিকুল ইসলাম জানান, হোষ্টেলের নেতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ১০টায় ছাত্রদের দুটি পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে ৭জন আহত হয়। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলো- শিপন কান্তি বড়ুয়া, সাইদুল ইসলাম, বিজয় বড়ুয়া, আসিকুজ্জামান, তানভির আলম, রাজেস দেব ও বুদ্ধদেব দাস।

কলেজের উপাধ্যক্ষ ডাঃ রেজাউল আলম জুয়েল জানান, উদ্ভ’ত পরিস্থিতিতে বুধবার সকাল ১১টায় অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরী সভায় কলেজ বন্ধ ঘোষনা করা হয়েছে। তবে বিদেশী শিক্ষার্থীরা হলে অবস্থান করবে। কলেজে ১০ জন বিদেশী শিক্ষার্থ ওয়েছে। তিনি আরো জানান, হল বন্ধ করা হলেও ১০ তারিখে যাদেও পরীক্ষা আছে তারা ৯ তারিখে এসে পরীক্ষার প্রবেশপত্র নিয়ে হোষ্টেলে থাকতে পারবে।

জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস বলেন, খাবার (মিল) অর্ডার দেয়া নিয়ে ভুলবোঝাবুঝির জের ধরে এ ঘটনা ঘটেছে। এটা তেমন কোন বিষয় নয়।

বগুড়া সদর থানার ওসি আবুল বাশার জানান, “মঙ্গলবার আনুমানিক রাত ১০টায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হোষ্টেলে ডাইনিংএর কর্তৃত্ব নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এঘটনায় ৭জন ছাত্র আহত হয়। মঙ্গলবার রাত থেকেই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।”

বগুড়া শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ ডাঃ এ.কে.এম আহসান হাবীব জানান, “রাতে হোষ্টেলে অপ্রীতিকর ঘটনা ঘটে। ঘটনা যেন ব্যপক না হয় একারণে একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণার সিদ্ধান্ত হয়। বিকাল ৪টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here