Shourob20ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি’র চেয়ারম্যান পদে দেখা যেতে পারে ভারতের সাবেক সৌরভ গাঙ্গুলিকে! শ্রীনিকে সরিয়ে আইসিসিতে ভাবতীয় বোর্ডের প্রতিনিধিত্ব করতে সাবেক এই অধিনায়ককে পাঠাতে পারেন বোর্ডের সম্ভাব্য নতুন প্রধান শশাঙ্ক মনোহর। বোর্ডের এসজিএমের আগে সৌরভ-মনোহর নৈকট্যের জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশ এমনটাই ধারণা করছেন। এসজিএমের আগে বোর্ডের অন্দরমহলে এ নিয়ে চলছে বিস্তর জল্পনা-কল্পনা।

নিয়ম অনুসারে, বোর্ডের পরবর্তী বার্ষিক সাধারণ সভায় শ্রীনির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ভোটাভুটি করা হলে, সংখ্যাগরিষ্ঠ ভোটার যদি শ্রীনির আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রতিনিধি হিসেবে থাকার ক্ষেত্রে আপত্তি জানায়, তাহলেই তার জায়গায় আইসিসি চেয়ারম্যান হিসেবে আসতে পারেন সৌরভ।

২০০৪ সালের তিক্ততা এখন অতীত। নাগপুরে মনোহরের নির্দেশে তৈরি গ্রিন টপ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ হেরে ক্ষোভে ফেটে পড়েছিল সৌরভের ভারত। সেই ম্যাচে সৌরভের না খেলা নিয়েও কম বিতর্ক হয়নি। এবার বোর্ড সভাপতি পদে সরাসরি মনোহরের নাম প্রস্তাব করেছেন সৌরভ। পূর্বাঞ্চলের দুই সংস্থা সিএবি ও এনসিসি-ই শশাঙ্কের সভাপতি পদে আসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে। এবার কি বোর্ড থেকে সৌরভের মত নতুন কাউকে আইসিসি-তে সভাপতিত্ব করতে পাঠাবেন মনোহর? প্রশ্ন উঠছে ক্রিকেটমহলে। সূত্র : আনন্দবাজার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here