ibiddutজাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) : কেশবপুরে বিদ্যুত সংযোগের মিটার চেয়ে আবেদন করে ৫ বছরেও মিটার পাননি প্রায় ৩ হাজার বিদ্যুৎ প্রত্যাশী আবেদনকারী।

অপরদিকে পল্লী বিদ্যুৎ সমিতি মিটার সরবরাহ করলেও গ্রাহকদের বাড়িতে বিদ্যুত সংযোগ দেয়া হয়নি।

আবার অনেক স্থানে নুতন করে বিদ্যুৎ লাইন দেওয়া হলেও সেখানে সংযোগ প্রদান করা হয়নি। অনেক স্থানে ট্রান্সফরমারের অভার লোডিং লিখে দিয়েই পল্লী বিদ্যুৎ বিভাগ তাদের দায়িত্ব শেষ করতে চাচ্ছেন। আর বছরের পর বছর অপেক্ষায় থাকা বিদ্যুৎ সংযোগ প্রত্যাশিরা ক্ষেভের আগুনে পুড়ছেন ।

উপজেলার হিজলডাঙ্গা, বেলকাটি, সাগরদত্তকাটি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি সেখানে মিটার বসানো হয়েছে। কেশবপুর জোনাল অফিস থেকে মিটারের জন্য আবেদন করে রশীদ নিয়ে কয়েক হাজার পরিবার অপেক্ষায় বসে আছেন । তারা প্রায়ই পল্লীবিদ্যুৎ অফিসে মিটারের জন্য আসলেও কোন প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ।

এ ব্যাপারে কেশবপুর পল্লীবিদ্যুৎ অফিসের ডিজি এম বরকতুল্যা জানান, মিটার দেওয়ার কাজ জুলাই মাস থেকে শুরু হয়েছে । এর আওতায় যে সকল গ্রাহক ১শ২০ ফুটের ভিতর আছেন তাদেরকে দ্রুত মিটার দিয়ে দেওয়া হবে। সেচ মিটার পুর্বে ৭৫০ ফুটের ভিতর দেওয়ার নিয়ম থাকলেও এবার এখানেও ১শ২০ ফুটের ভিতর সংযোগ দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here