robot pic_94973বাসন পরিষ্কার করতে কার না বিরক্ত লাগে? কিন্তু সুখের কথা হচ্ছে, ভবিষ্যতে আপনার হয়ে বাসন পরিষ্কারের ঝামেলা পোহাবে এখন থেকে রোবট। এ ক্লান্তিকর ঝামেলার কাজের ভারটি আপনি ছেড়ে দিতে পারবেন রোবটের ওপর। সম্প্রতি বাসন পরিষ্কার করতে পারে এমন রোবট তৈরি করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা।

গবেষকেরা দাবি করেছেন, তাদের তৈরি ‘বরিস’ নামে রোবটটি মানুষের মতো বুদ্ধিমত্তার সঙ্গে থালা-বাটি ধরতে পারে এবং তা ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মাজতে পারে।

রোবটটির মাথা ও হাতে থাকা সেন্সরের সাহায্যে বস্তু দেখতে পায় বরিস নামের এ রোবটটি। এরপর হাত ঘুরিয়ে ময়লাও পরিষ্কার করতে পারে।

সম্প্রতি ব্রিটিশ সায়েন্স ফেস্টিভালে বরিসকে দেখিয়েছেন গবেষকেরা। দ্য গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, বরিসকে তৃতীয় প্রজন্মের রোবট বলছেন গবেষকেরা। দ্বিতীয় প্রজন্মের রোবট হচ্ছে ড্রোন, স্বয়ংক্রিয় গাড়ি বা মোবাইল রোবট প্রভৃতি। মানুষের মতো বস্তু ধরে রাখার ক্ষমতাযুক্ত বরিস মানুষকে সাহায্য করতে পারবে। গবেষকেরা বলছেন, থালা-বাসন মাজার কাজে ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে বরিসকে।

এটির নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এটি তিনটি কম্পিউটারের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়।

আগামী এক দশকের মধ্যেই বুদ্ধিমান রোবট মানুষের পাশাপাশি কাজ করবে বলেই গবেষকেরা আশা প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here