Chuadanga-Pic-Jibannagar-300x225এসএম সাইদুর রহমান,চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় গোপনে টেন্ডার দেয়াকে কেন্দ্র করে পৌরসভা কার্যালয় ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার এঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকালে পৌরসভার লাইসেন্সকৃত ঠিকাদারা জানতে পারে জীবননগর পৌরসভায় প্রায় কোটি টাকার টেন্ডার বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

এ সংবাদের ভিত্তিতে ঠিকাদাররা পৌর সভায় টেন্ডারের বিষয়ে জানতে গেলে পৌরসভার কার্য-সহকারী জানান, টেন্ডারের বিষয়ে আমাদের কর্তৃপক্ষের নিষেধ আছে আপনারা মেয়র সাহেবের নিকট জানেন। এরপর ঠিকাদাররা টেন্ডারের বিষয়ে জীবননগর পৌর মেয়র নোয়াব আলীর কাছে মোবাইলে জানতে চাইলে তিনি জানান সবকিছু চুয়াডাঙ্গা-২ আসনের এমপি মহোদয় জানেন আমি কিছু জানিনা। বিষয়টি নিয়ে পৌরসভার লাইসেন্সকৃত ঠিকাদাররা ক্ষুব্ধ হয়ে পৌর ভবনে ভাংচুর চালায়।

এদিকে এ টেন্ডারের বিষয়ে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগরের কাছে জানতে চাইলে তিনি জানান, কোন প্রতিষ্ঠানে টেন্ডার দেয়া হবে কিনা সেটা প্রতিষ্ঠান প্রধানই জানবেন এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ছাড়া কোন টেন্ডার দাখিল হবে এটা আমার জানা নেই।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here