ফিনল্যান্ডের বেশীর ভাগ মন্ত্রীর গৃহঋণে বাড়ীজামান সরকার, হেলসিংকি থেকেঃ প্রতিটি নাগরিকের বাসস্থান টি মৌলিক চাহিদানিজের একটি বাড়ির স্বপ্ন কার না থাকে  সামর্থ্য না থাকার কারণে তা হয়তো অনেকেরই পূরণ হয় না।

তবে গৃহঋণের মাধ্যমে বাড়ীর বা ফ্লাটের স্বপ্ন পূরণ করেছে ফিনল্যান্ডের বর্তমান মন্ত্রীপরিষদের বেশীর ভাগ সদস্য।

সংবিধানের আইনুযায়ী ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইউহা সিপিলা ও তার মন্ত্রীপরিষদের সকল সদস্যদের শপথ নেওয়ার আগেই নবনিযুক্ত মন্ত্রী ও তাদের পরিবাবের সম্পদের হিসাব দিতে হয়েছে

আর এই হিসাব থেকে বেরিয়ে আসে নব গঠিত কেবিনেট সদস্যদের স্থাবর সম্পদের মধ্যে কৃষি জমি, বাড়ি,ফ্ল্যাট, আসবাবপত্র, কোকারিজ, তৈষজপত্র, স্বর্ণালঙ্কার ও মোটরযানের বিস্তারিত তথ্য এবং অস্থাবর সম্পদের মধ্যে ঋণ, বন্ধক, গৃহঋণ, ব্যবসায় বিনিয়োগ, ইনস্যুরেন্স ও শেয়ারের প্রভৃতি তথ্য

 প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি তালিকা প্রকাশে জানা যায়, নব ঘোষিত ১৫ সদস্য বিশিষ্ট মন্ত্রীপরিষদের মধ্যে ৯ জনেরই গৃহঋণ আছে। বিভিন্ন কিস্তিতে পরশোধের পর এদের অবশিষ্ট গৃহঋণের পরিমাণ হলঃ

– অর্থমন্ত্রী (প্রাক্তন প্রধানমন্ত্রী) আলেকজান্ডার স্টুবের ৬৮০ ০০০ ইউরো, পররাষ্ট্র মন্ত্রী তিমো সইনি ১৩০ ০০০ ইউরো, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সান্নি গ্রাম-লাসোনেন ৫৮৯ ০০০ ইউরো, প্রতিরক্ষা মন্ত্রী ইউচ্ছি নিনিস্তো ১৬৯ ০০০ ইউরো, আইন ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইয়ারি লিন্ডস্ট্রোম ১২৮ ০০০ ইউরো, সমাজকল্যান ও স্বাস্থ্যমন্ত্রী হান্না ম্যানতোলা ৩৫ ০০০ ইউরো, অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অল্লি রেন ৩২ ৫০০ ইউরো, স্বরাষ্ট্রমন্ত্রী পেত্তেরি অরপো ১১ ৫০০ ইউরো এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রী আন্নে ব্যারনার ৮০ ০০০০ ইউরো।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here