imagesuyyচট্টগ্রামে প্রতিষ্ঠিত জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থ সহায়তা দেয়ার অভিযোগে র‌্যাবের হাতে গ্রেফতারকৃত সুপ্রিমকোর্টের তিন আইনজীবীকে রিমান্ড শেষে আজ রোববার আদালতে পাঠানো হয়েছে।

রোববার সকালে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসাইনের আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যার ৭-এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ জানান, গ্রেফতারকৃতদের চার দিনের রিমান্ড শেষে তাদেরকে আজ আদালতে পাঠানো হয়েছে। তারা আজ আদালতে ১৬৪ধারায় জবানবন্দী দিতে পারেন বলেও তিনি জানান।

গত ১৮আগষ্ট রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি থেকে ব্যারিস্টার শাকিলা ফরজানা, এ্যাডভোকেট হাসানুজ্জামান লিটনও এ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বপনকে জঙ্গিদের অর্থের জোগান দেয়ার অভিযোগে গ্রেফতার করে র‌্যাব-৭।

পরে ১৯আগষ্ট চট্টগ্রামের বাঁশখালী উপজেলার লটমনি পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রে অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়। আদালতে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here