sachinনয়াদিল্লি: ভারত রত্নই থাকছেন সচিন তেন্ডুলকর৷ সোমবার সাফ একথা জানিয়ে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট৷ তাঁর বিরুদ্ধে ভারত রত্নের অপব্যবহারের অভিযোগ তোলা হয়েছিল৷ সেই অভিযোগই খারিজ করে দিল হাইকোর্ট৷ তাঁর থেকে এই সম্মান কেড়ে নেওয়ার কোনও প্রশ্নই উঠছে না৷

মাস্টার ব্লাস্টারের বিরুদ্ধে পিটিশন ফাইল করেছিলেন ভোপালের আবেদনকারী ভিকে নাসওয়াহ৷ ভারতরত্ন সচিন তেন্ডুলকরের বিরুদ্ধে অভিযোগ, লাগাতার টিভি-র বিজ্ঞাপনে দেখা যাচ্ছে তাঁকে৷ রিপোর্ট অনুযায়ী, রাষ্ট্রপতির তরফে সচিনকে যে সম্মান দেওয়া হয়েছে, তার অপব্যবহার করছেন তিনি৷ এমনকী সচিনের থেকে ভারতরত্ন ফেরত নিয়ে নেওয়ারও আর্জি জানানো হয়েছিল৷ বিচারপতি রাজেন্দ্র মেনন ও এসকে গুপ্তার ওপর বিষয়টি দেখার দায়িত্ব ছিল৷ দুই সদস্যের বেঞ্চের তরফে আবেদনকারীকে বলা হয়, এটা আদালতের বিচার্য বিষয় নয়৷ কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টি তিনি তুলে ধরতে পারেন৷ গত বছর নভেম্বরে ভারতরত্নে ভূষিত করা হয়েছিল ক্রিকেট ঈশ্বরকে৷ কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদকে পিছনে ফেলে ভারতরত্নের জন্য লিটল মাস্টারকেই বেছে নেওয়া হয়েছিল৷

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here