বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করার অগ্রযাত্রায় নৌবাহিনীকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমী-২০১০ আলফা ব্যাচের ক্যাডেটদের কমিশন লাভ উপলক্ষে আয়োজিত পাসিং আউট প্যারেডে দেয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে দুটি সাবমেরিন, দুটি ফ্রিগেট এবং দুটি করবেট হেলিকপ্টার কেনা হচ্ছে।

এছাড়া বিদ্যমান নৌ-যুদ্ধজাহাজগুলোকে অত্যাধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত করা হচ্ছে বলেও জানান তিনি।

পাসিং আউটে ৩২ জন মিড শিপম্যান কমিশন লাভ করে। এর মধ্যে ৭ জন ফিলিস্তিনি নাগরিক রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঢাকা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here