1430667378জহিরুল ইসলাম শিবলু ,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামের নতুন বাজার এলাকার দুই ডাকাত বাহিনীর গোলাগুলিতে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী ডাকাত মিলন হোসেন ওরফে মিলস্নাত নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ১১টার দিকে।

নিহত মিল্লাত একই এলাকার মমিন উল্লার ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দিদার ও সোলায়মান বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে আধিপত্য বিসত্মার ও ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে রবিবার রাত সাড়ে ১১টায় দুই ডাকাত বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে দিদার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিলন হোসেন ওরফে মিল্লাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। সম্প্রতি এই দুই বাহিনীর প্রধান সোলায়মান ও দিদার দুইজনই গুলিবিদ্ধ হয়ে মারাগেছে।

অপরদিকে নিহতের আত্মীয়স্বজন জানায়, সন্ধ্যায় মিলন বাড়ি থেকে নতুন বাজারের দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। পরে পুলিশের গুলিতে মিলন হোসেন ওরফে মিল্লাত ঘটনাস্থলে মারা যায়।

চন্দ্রগঞ্জ থানার এএসআই দীপক চন্দ্র সাহা জানান, ডাকাতির টাকা ভাগবাটোয়ারা নিয়ে সন্ত্রাসী সোলায়মান ও দিদার বাহিনীর সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দিদার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মিলন হোসেন ওরফে মিলস্নাত গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সে পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী ও আনত্মঃজেলা ডাকাতদলের সদস্য ছিল।

তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ ও সদর থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ প্রায় ৩০টি মামলা রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here