Picturfeগোলাম মোস্তাফিজার রহমান মিলন. হিলি: দিনাজপুরের বিরামপুরে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে সংঘর্ষে, গুলিতে শাহিন ও সুলতান নামে দুজন নিহত হয়েছে । গুলিবিদ্ধ একজন সহ আহত হয়েছে ৮/১০ জন । আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিরামপুরে চরম উত্তেজনা বিরাজ করছে। রেল ও সড়কপথ অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এসময় বিক্ষুন্ধ জনতা বিরামপুর রেল স্টেশনে দাড়িয়ে থাকা রাজশাহী গামী তিতুমির এক্সপ্রেস ট্রেনে ভাংচুর চালায়।

এলাকাবাসী জানায় মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে নীলফামারী গামী  একটি ট্রেনে বিজিবি সদস্যরা তল্লাশী করে কয়েক প্যাকেট জিরা উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়, চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপর হামলা চালায়। এসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে বেশ কয়েকরাউন্ড গুলি চালালে ঘটনা স্থলে শাহিন ও সুলতান নামে দু জন নিহত হয়। নিহত শাহিন ও সুলতানের বাড়ি বিরামপুর উপজেলার পূর্বজগরনাথপুর কলনি পাড়ায়

পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here