জাহিদ আবেদীন বাবু,কেশবপুর (যশোর) : কেশবপুরে অবৈধ পথে ভারতে পাচারকালে নারী-পুরুষ, শিশুসহ ২৩ জনকে পুলিশ উদ্ধার করেছে। এসময় মানব পাচারকারী দলের ৩ সদস্যকে পুলিশ আটক করলেও মূলহোতা সঞ্জিব পলিয়ে যেতে সক্ষম হয়।

কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ৩ পাচারকারী ২৩ জন নারী-পুরুষ ও শিশুকে অবৈধ পথে ভারতে পাচারের উদ্দেশে কেশবপুর পুরাতন বাস স্টান্ড এলাকার জনৈক সঞ্জিব এর আস্তানায় নিয়ে একত্রিত করে। গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইসচার্জ মাহাতাব উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বাস স্টান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। এসময় ৩ জন মানব পাচারকারীকে আটক করে। আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মড়োলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের জামাল উদ্দীনের পুত্র মোহাম্মদ আলী (২৫), একই এলাকার পূর্বাচির বারুইখালী গ্রামের ইসমাইল খাঁর পুত্র আব্দুর রশিদ (৫০) ও কেশবপুরের সাতবাড়িয়া গ্রামের আবুল খায়েরের পুত্র মনিরুজ্জামান (৪০)। এলাকা বাসি জানায়, কেশবপুর পুরাতন বাস স্টান্ড এলাকার সঞ্জিব দীর্ঘদিন ধরে অবৈধ পথে ভারতে পাচারকালে নারী-পুরুষ, শিশু পাচার করে আসছিল ।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইসচার্জ মাহাতাব উদ্দীন জানান, তাদের বিরুদ্ধে থানায় মানব প্রচার আইনে মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here