সোশ্যাল মিডিয়ায় কবিতা শেয়ার করে বিপাকে অমিতাভ বচ্চন ১ কোটি টাকার আইনি নোটিশইউনাইটেড নিউজ ডেস্ক :: সোশ্যাল মিডিয়ায় নীরিহ একটি কবিতা শেয়ার করে বিপাকে পড়লেন অমিতাভ বচ্চন। ড: জগবীর রাঠী নামের এক ব্যক্তি অভিযোগ করলেন তাঁর লেখা কবিতা অন্য একজনের নাম করে শেয়ার করেছেন বলিউডের এই মেগা স্টার।

এমডিইউ ওয়েলফেয়ার ইউথ-এর ডিরেক্টর রাঠী এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বিগ-বি-কে আইনি নোটিশ পাঠিয়েছেন। ১৫ দিনের মধ্যে এই নোটিশের প্রতিক্রিয়া জানাতে হবে সিনিয়র বচ্চনকে।

রাঠীর অভিযোগ ২০০৬ সালে তাঁর লেখা একটি কবিতা টুইটারে অমিতাভ বচ্চনের এক ফলোয়ার বিকাশ দুবে শেয়ার করেছিলেন। অমিতাভ সেই কবিতা পরে তাঁর টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন। কবি হিসেবে নাম দেন তাঁর ফলোয়ার বিকাশ দুবের।

রাঠীর অভিযোগ গত প্রায় এক বছর ধরে এই বিষয়ে কথা বলা জনার জন্য ফেসবুক ও টুইটারে তিনি লাগাতার অমিতাভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে গেছেন। কিন্তু বীপরিত দিক থেকে কোনও জবাব মেলেনি।

এরপরেই নিজের আইনজীবীকে দিয়ে বিগ বি-কে আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেন রাঠী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here